১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে জিয়াউর রহমানের ৪৪-তম শাহাদাৎবার্ষিকী পালন

সুকুমার দাশ বাচ্চু, কালিগঞ্জ
বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪-তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে কালিগঞ্জ উপজেলা তাঁতীদল। ৩০মে-২০২৫ রোজ শুক্রবার বিকাল ৪টায় কালিগঞ্জ দক্ষিণ পাড় বাস স্ট্যান্ড সংলগ্ন কালিগঞ্জ উপজেলা তাঁতীদলের কার্যালয়ে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ উপজেলা তাঁতি দলের সদস্য সচিব মোঃ ফারুক হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা তাঁতিদলের নেতা মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা তাঁতীদল দলের আহবায়ক কর্মীবান্ধব নেতা শরীফ মোঃ আব্দুর রাজ্জাক, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সাবেক) কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের তুখোর নেতা ও কালিগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মোজাফফর হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম,উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক মোঃ আলীম হোসেন,যুগ্ম আহবায় মোহাম্মদ নুর ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোঃ রিয়াজ,যুগ্ম আহ্বায়ক মোঃ আবু হাসান, যুগ্ম আহ্বায়ক মোঃ এবাদুল ইসলাম। উপস্থিত কালিগঞ্জ উপজেলা তাঁতী দলের সংগ্রামী নেতাকর্মীদের বক্তব্য শেষে দোয়া ও মিলাদ শরীফ শুরু হয়। এ সময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা হামিদ। পরবর্তীতে সকলের মাঝে তাবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়