প্রতিদিনের ডেস্ক॥
দক্ষিণ আফ্রিকায় এক বিচারক বৃহস্পতিবার এক মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তিনি তার ৬ বছর বয়সী মেয়েকে বিক্রি করার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়। তবে শিশুটি এখনও নিখোঁজ। ঘটনাটি দক্ষিণ আফ্রিকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।
প্রসিকিউশন জানায়, র্যাকুয়েল মাদকাসক্ত ছিলেন এবং তিনি তার মেয়েকে মাত্র ২০ হাজার র্যান্ড (প্রায় ১ হাজার ১০০ মার্কিন ডলার)-এ বিক্রি করেছিলেন। ঘটনাটির প্রতি জনসাধারণের আগ্রহ এতটাই বেশি ছিল যে আদালত প্রক্রিয়া সালদানহা বে-র একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয় এবং তা জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।বিচার চলাকালে ওই মা ও অপর দুই অভিযুক্ত সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানান।
২ মে তাদের দোষী সাব্যস্ত করার সময় বিচারক রায় দেন যে, শিশুটিকে দাসত্বে বিক্রি করা হয়েছে। প্রসিকিউশন পক্ষ যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানায় এবং বিচারকের কাছে অনুরোধ করে, যেন তিনি এ বিষয়টি বিবেচনায় নেন যে মেয়েটি এখনও নিখোঁজ।
রিটা ইয়ন জানান, জশলিনের দুই ছোট ভাইবোন প্রায়ই তার খোঁজ করে। রায় ঘোষণার পর টিভি চ্যানেল নিউজরুম আফ্রিকাকে তিনি বলেন, ‘আমরা এখনো জশলিনকে খুঁজে পাচ্ছি না। এটা খুব কষ্টদায়ক, আমরা জানি না সে কোথায়, কী খাচ্ছে বা কী পান করছে, কিংবা যে মানুষগুলো তাকে নিয়ে গেছে তারা কেমন ব্যবহার করছে।’
সূত্র : নিউইয়র্ক পোস্ট

