১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

রামনগরে শহীদ জিয়ার ৪৪ তম শাহাদাৎবার্ষিকী পালন

শামিম হোসেন, কুয়াদা
যশোর সদরের রামনগর ইউনিয়নের বিভিন্ন স্থানে দিনব্যাপী শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও তাবারক বিতারণ করা হয়েছে। কামালপুর ওযান্ড বিএনপির সভাপতি ইব্রাহিম হোসেন ও সম্পাদক আবু সাঈদ এর উদ্যোগে সতীঘাটা নতুন বাজারে এবং কুয়াদা বাজারে ওয়ান্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন আলা নেতৃত্বে, সতিঘাটা বাজারের ওযান্ড বিএনপির সভাপতি আজিজার রহমান মনু ও সম্পাদক আব্দুর রাজ্জাকের উদ্যোগে শাহাদাত বার্ষিকীর আয়োজন করা হয়। এ আয়োজনে দরিদ্র ও অসহায়দের মাঝে তাবারক বিতারণ করেন প্রধান অতিথি দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম রেজা দুলু,সহ সম্পাদক আব্দুর রহিম,রামনগর ইউনিয়ন বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল আজিজ যুগ্ন আহবায়ক মারুফ হোসেন, মিজানুর রহমান বাবলু, মাসুদুর রহমান শামিম, সিরাজ মোল্লা প্রমুখ । এছাড়া বাহির মল্লিক গ্রামে ওযান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মনি ও যুবদল সভাপতি ফয়সাল হোসেন, ডহর সিঙ্গায় ওযান্ড বিএনপির সম্পাদক আক্তারুল জামানের উদ্যোগে ও সিরাজ সিঙ্গায় ওযান্ড বিএনপির সভাপতি ডাঃ আলাউদ্দিন এর উদ্যোগে যথাযথ মর্যাদায় শাহাদাৎ পালণ করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়