প্রতিদিনের ডেস্ক:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে ডাকাতি হয়েছে।শনিবার (৩১ মে) ভোরে ডাকাতির এ ঘটনা ঘটে।পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ঠেঙ্গারবান্দ এলাকায় রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার পৈতৃক বাড়িতে সাত থেকে আট জনের এক দল ডাকাত হানা দেয়। এ সময় ডাকাত সদস্যরা ওই বাড়ির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার বাবা মোহাম্মদ নাজমুল আলমকে অস্ত্রের মুখে জিম্মি করে। এ সময় বাড়ি থেকে সাত থেকে আট ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে ডাকাতরা পালিয়ে যায়। পরে বাড়ির লোকজনের ডাক চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসে। এরমধ্যেই ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানা রেলওয়ে পুলিশের হেডকোয়ার্টার্সে কর্তব্যরত রয়েছে বলে জানা গেছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, বাড়ির গ্রিল কেটে একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। পরে সাত থেকে আট ভরি স্বর্ণালংকার ও নগদ কিছু টাকা লুট করে পালিয়ে যায়। তদন্ত করে দেখা হচ্ছে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

