১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

কুলিয়ায় মায়ের জমি থেকে ছেলের বসত ঘর উচ্ছেদের চেষ্টা মামাতো ভাইয়ের

রুহুল আমিন দেবহাটা
কুলিয়ায় মায়ের জমিতে ছোট ছেলের ২০ বছর যাবৎ ঘরবাড়ি বাঁধিয়া স্ত্রী-সন্তানসহ বসবাস করা অবস্থায় উক্ত জমি থেকে বসত ঘর উচ্ছেদের চেষ্টার অভিযোগ উঠেছে মামাতো ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তর কুলিয়া বলফিল্ডের পশ্চিম পার্শ্বে রাত আনু: ১.০০ টার দিকে। এব্যাপারে ভুক্তভোগী উত্তর কুলিয়া গ্রামের মৃত আব্দুল ওহাব এর ছোট ছেলে আব্দুল গনি বাদী হয়ে মামাতো ভাই উত্তর কুলিয়া গ্রামের আবুল ফজলের ছেলে বাবলু মোল্যাকে বিবাদী করে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ সূত্রে জানা যায়, আমি আমার মা ছকিনা বেগমের জমিতে ঘরবাড়ি বাঁধিয়া ২০ বছর যাবৎ আমার পরিবার নিয়ে বসবাস করিতেছি, কিন্তু আমার মামাতো ভাই বাবলু গত ৩১/০৫/২৫ তাং বিকাল সাড়ে পাঁচ টায় সময় অজ্ঞাত নামা ২০/২৫ জন লোক নিয়ে আমার বসত ঘর ভেঙে নিতে বলে হুমকী ধামকী দিয়ে চলে যায় এবং পরের দিন ০১/০৬/২৫ তাং রাত আনু: ০১.০০ টার সময় অজ্ঞাতনামা ৭/৮ জন লোক নিয়ে আমার বাড়িতে অনধিকার ভাবে প্রবেশ করে আমাকে ও আমার স্ত্রী শাহানারা খাতুন (২৮) কে মারপিট করে। আমাকে ধরিয়া রাখিয়া বসত ঘরের দরজা, কাঠের সোকেজ,সাংসারিক বিভিন্ন মালামাল ভাংচুর করিয়া ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করে এবং ঘরে বক্স খাটের ড্রয়ারে রক্ষিত নগত ১ লক্ষ ২৮ হাজার টাকা নিয়ে যায়। এব্যাপারে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী আব্দুল গনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়