উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরের একটি চালের আড়ং থেকে ৭৫ বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) সরকারি চাল উদ্ধার করা হয়েছে।১ জুন(রবিবার) রাতে উপজেলার নূরনগর বাজারের পুরাতন মৎস্য আড়ৎ সংলগ্ন আল্লার দান চাউলের আড়ৎ থেকে উপজেলা প্রশাসন চালগুলো জব্দ করে।খাদ্য অধিদপ্তরের মনোগ্রামযুক্ত সরকারি বস্তা পরিবর্তন করে এসব চাল বিক্রির জন্য সংরক্ষণ করেছিলেন নুরনগর বাজারের আল্লার দান চাউলের দোকানের মালিক শাহিনুর রহমান বকুল। খবর পেয়ে সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাতের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে।পরে জব্দকৃত চালগুলো স্থানীয় কয়েকটি মাদরাসা ও এতিম খানায় বিতরণ করা হয়। এছাড়াও এ ঘটনায় গত রাতেই সরকারি চাল সংরক্ষণ ও বিক্রির চেষ্টার অভিযোগে আল্লার দান চাউলের দোকানের মালিক শাহিনুর রহমান বকুলকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করা হয়।ওই ব্যবসায়ী শাহিনুর রহমান বকুল পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের শোকর আলী গাজীর ছেলে। স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নূরনগর বাজারের পুরাতন মৎস্য আড়ৎ সংলগ্ন আল্লার দান চাউলের আড়ৎ এ সরকারি বস্তা পরিবর্তন করে তা মজুদ করেছে। এমন সংবাদে রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও শ্যামনগর থানা পুলিশ অভিযান চালায়। সেখানে পৌঁছে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ৭৫ বস্তা সরকারি বস্তা পরিবর্তন করা চাল জব্দ করেন। পরে জব্দকৃত চালগুলো বিভিন্ন মাদরাসা ও এতিম খানায় বিতরণ করে দেন।অবৈধভাবে সরকারি চাল মজুদকারী শাহিনুর রহমান বকুল বলেন, তিনি শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের জয়নগর এলাকার ধান ব্যবসায়ী আবু মুসা ও জাহাঙ্গীর আলমের কাছ থেকে ৩০ কেজি ওজনের ৭৫ বস্তা সরকারি চাল (১২৫০ বস্তা দরে) ৯৩ হাজার ৭৫০ টাকায় কিনেছিলাম। পরে গতকাল রাতে অভিযানে এসে এসিল্যান্ড চালগুলো জব্দ করে নিয়ে গেছে। তবে, কাশিমাড়ি এলাকার ধান ব্যবসায়ী জাহাঙ্গীরের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত বলেন, নুরনগর বাজারের একটি চাউলের দোকানে খাদ্য বান্ধব কর্মসূচির সরকারি চাল মজুদ রয়েছে এমন সংবাদে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ৭৫ বস্তা সরকারি চাল জব্দ করি এবং যেহেতু আল্লার দান চাউলের দোকানের মালিকের ৭৫ বস্তা সরকারি বস্তা পরিবর্তন করা চাল জব্দ করা হয়েছে এজন্য বিশেষ বিবেচনায় তার জরিমানার ক্ষেত্রে বিশেষ বিবেচনায় লঘু করে শাহিনুর রহমান বকুলকে দন্ডবিধির ১৮৬০ এর ধারা ১৮৮ মোতাবেক দুইশত টাকা জরিমানা করে তা আদায় করা হয়।এবিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাহিদুর রহমান বলেন, খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত চাল বাজারে বিক্রি করা বা ব্যক্তিমালিকানাধীন গুদামে মজুত রাখা বেআইনি। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাতের সঙ্গে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শারিদ বিন শফিকসহ উপজেলা প্রশাসনের কয়েকজন কর্মচারী ও শ্যামনগর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

