খন্দকার রুবাইয়া
সরকারি মাইকেল মধুসূদন কলেজ, যশোর-এর বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোঃ মফিজুর রহমানকে সম্মাননা স্মারক ও গার্ড অফ অনারের মাধ্যমে বিদায় জানালো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC) সেনা ও বিমান শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী অধ্যক্ষ নিজেই, প্রফেসর মোঃ মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আখতার হোসেন ও ভুগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর মোঃ আব্দুল কাদের। এছাড়াও উপস্থিত ছিলেন BNCC বিমান শাখার পিইউও মোঃ মহিবুল হাসান, সেনা শাখার পুরুষ প্লাটুনের পিইউও মোঃ তারিকুল ইসলাম হিরক এবং মহিলা প্লাটুনের পিইউও আবু নাছের মোহাম্মদ আলকারাবী। গার্ড অফ অনারে নেতৃত্ব দেন সিইউও মোঃ খসরুজ্জামান মুন্না, যার অধীনে মোট ৩১ জন ক্যাডেটের সমন্বয়ে একটি যৌথ গার্ড দল অংশগ্রহণ করে। তাদের মধ্যে বিমান শাখার দুইজন ও সেনা শাখার তিনজন সিইউও ছিলেন। সেইসাথে রোভার ইউনিটের চার সদস্যের একটি চৌকস বাদক দল প্যারেডে অংশ নেয়।
প্রধান অতিথি সকল ক্যাডেটদের সাথে পরিচিত হন এবং গার্ড পরিদর্শন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিমান শাখার ক্যাডেট ল্যান্স কর্পোরাল ফারজানা ইসলাম লামিয়া ও সেনা শাখার ক্যাডেট কর্পোরাল মোঃ শাহরিয়ার আবির। শেষ পর্যন্ত অতিথিবৃন্দ বিদায়ী অধ্যক্ষকে স্মারক ক্রেস্ট প্রদান করে তাঁর অবদানের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ক্যাডেটদের জন্য শুভকামনা ব্যক্ত করেন।

