আনিছুর রহমান, বেনাপোল
বেনাপোল পৌরসভার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার (৪ জুন) পৌরসভার অডিটোরিয়াম রুমে ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭.৯০ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষনা করেন বেনাপোল পৌর প্রশাসক ও শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজীব হাসান। পৌর প্রশাসক কাজী নাজীব হাসান বেনাপোল পৌরসভার ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৩০ কোটি ৬৯ লাখ ২২ হাজার ৮৮৭.১৩ টাকার সংশোধিত বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৬৭ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৮৬৭.৯০ টাকার প্রস্তাবিত বাজেট পাশ করেন। এসময় তিনি চলতি অর্থবছর অর্থাৎ ২০২৫- ২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ৮ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ৯৬৩.৯৯ টাকা, রাজস্ব ব্যয় ৮ কোটি ১১ লাখ ১৪ হাজার টাকা এবং রাজস্ব উদ্বৃত্ত ৬৫ লাখ ৫৫ ৯৬৩.৯৯ টাকা ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন খাতে (বিভিন্ন প্রকল্প সহ এডিপি খাতে) ২০২৫-২৬র অর্থবছরে প্রস্তাবিত বাজেট আয় ১৫৮ কোটি ৭৬লাখ ৭১ হাজার ৯০৩.৯১ টাকা এবং উন্নয়ন ব্যয় ১৫৮ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৯০৫.৯১ টাকা এবং সমাপনী স্থিতি ১০ লাখ টাকা ধরা হয়েছে। কাজী নাজিব হাসান বাজেট ঘোষনায় বলেন বেনাপোল বাসীর দীর্ঘ দিনের আশা আকাঙ্খা পুরুন হতে যাচ্ছে। খুব দ্রুত বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল এর কাজে হাত দেওয়া হবে। যেখানে দ্রুত চিকিৎসা দেওয়া যাবে। এবং এই অঞ্চলের মানুষের অর্থও কম খরচ হবে। এই বাজেটে যত সম্ভব পৌর সভাকে আরো আধুনীকরন করা হবে। এবং হাসপাতাল নির্মান হলে অনেক কর্মসংস্থান ও হবে। এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শওকত মেহেদী সেতু, পৌর সচিব শহিদুল ইসলাম, ইঞ্জিনীয়ার মোশারফ হোসেন প্রমুখ।

