১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না: শবনম বুবলী

প্রতিদিনের ডেস্ক॥
নানা অনলাইন মাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তিমূলক আলাপ নিয়ে এবার মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। তিনি ভুয়া খবর বা নেতিবাচক কিছু প্রচার না করার আহ্বান জানিয়েছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুকে দেয়া এক পোস্টে বুবলী লিখেছেন,‌ ‘কিছু কিছু ভাইয়া আপুরা অনুগ্রহ করে কিছু না জেনে কারো চালাকি প্ররোচণায় পড়ে আজেবাজে, ভুয়া, নোংরা ভিডিও বানানো, কমেন্ট করা এবং ট্যাগ করা বন্ধ করুন বিশেষ করে বাচ্চাদের নিয়ে। বাবা শাকিব খান তার সব সন্তানদের ভীষণ ভালোবাসেন, সময় দেন, শুধু শুধু সন্তানদের মধ্যে বিভাজন করবেন না এবং হিংসাত্মক মনোভাব ছড়াবেন না।’
বুবলী আরও লেখেন, ‘সব বাবা মায়ের মতো আমরাও আমাদের সর্বোচ্চ টা দিয়ে আমাদের সন্তানকে ভালো রাখতে চাই কারণ পরিবারের বন্ধন সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী। বাচ্চারা বড় হচ্ছে , তাদের কে নেগেটিভিটি থেকে দূরে রাখুন প্লিজ।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়