নিজস্ব প্রতিবেদক
যশোরে জমি-জমার বিরোধে বাড়িতে হামলা চালিয়ে একই পরিবারের আটজনকে মারপিট, টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে। গত ১১ জুন বিকেলে সদর উপজেলার বসুন্দিয়া গ্রামস্থ্য বালিগর্ত এলাকায় এই ঘটনার পরে ভুক্তভোগী ফিরোজ আহম্মেদ রোজ বাদী হয়ে একই পরিবারের ৫ সদস্যের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা্ আরো ৪/৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় এই অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত জাহাঙ্গীর শেখের স্ত্রী জোসনা বেগম, তার ছেলে হাসিবুল হাসান সাকিল, দুই মেয়ে ফাতেমা ও সানু এবং সাকিলের স্ত্রী শারমিন খাতুন।
বাদী অভিযোগে বলেছেন, অভিযুক্তদের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বাদীর বিরোধ চলে আসছিল। সে কারণে বাদীর পরিবারের লোকজনদের খুন-গুমসহ বিভিন্ন ধরণের ক্ষতি করার হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে গত ১১ জুন বিকেল সাড়ে তিনটার দিকে বিবাদীরা সকলেই দেশিয় অস্ত্রশস্ত্রসহ বাদীর বাড়িতে প্রবেশ করে। এরপরই বাদীসহ তার পরিবারের লোকজনদের মারপিট শুরু করে। ঠেকাতে এলে বাদীর স্ত্রী, ভাই, ভাইয়ের স্ত্রীসহ আটজনকে তারা মারপিট করে। এসময় ৪৫ হাজার টাকা ও এক লাখ ৮০ হাজার টাকা মূল্যের দুইটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এরপরে ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হত্যার হুমকি দিয়ে তারা চলে যায়। পরে পরিবারের অন্য সদস্যরা আহত সকলকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। এই ঘটনায় স্থানীয় ভাবে মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় থানায় এই অভিযোগ করা হয়েছে।