৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

এবার এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে বোমাতঙ্ক, থাইল্যান্ডে জরুরি অবতরণ

প্রতিদিনের ডেস্ক॥
গুজরাটে বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে বোমাতঙ্কে জরুরি অবতরণ করল ভারতীয় বিমান। দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট শুক্রবার বোমাতঙ্কের কারণে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। জানা গেছে, এয়ারবাস এ৩২০এনইও মডেলের ফ্লাইটটি ফুকেট থেকে স্থানীয় সময় রাত ৯টা ৩০ মিনিটে উড্ডয়ন করেছিল। দিল্লিতে দুপুর ১২টা ৪০ মিনিটে অবতরণের কথা থাকলেও, মাঝআকাশে নিরাপত্তাজনিত সতর্কতা পাওয়ার পর পাইলট বিমানটি ঘুরিয়ে আনেন এবং স্থানীয় সময় দুপুর পৌনে ১২টার দিকে ফের ফুকেটে অবতরণ করেন। এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা জানান, নির্ধারিত উচ্চতায় পৌঁছানোর পর একটি নিরাপত্তা সতর্কতা ধরা পড়ে। সঙ্গে সঙ্গে পাইলট সিদ্ধান্ত নেন বিমানটি ফিরে ফুকেটে নামানোর। জরুরি অবতরণের পর সব যাত্রীকে নামিয়ে আনা হয়েছে এবং তাদের লাগেজও বিমান থেকে নামানো হয়েছে। এখন বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলো যাত্রী ও লাগেজ—দুয়েরই তল্লাশি চালাচ্ছে। তবে ঠিক কতজন যাত্রী বিমানটিতে ছিলেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। এই ঘটনার আগের দিনই গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমান বিধ্বস্ত হয়ে ২৪১ জন নিহত হয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়