১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

বিপুল উৎসাহ উদ্দীপনায় সাতক্ষীরা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠিত

আব্দুল আলিম, সাতক্ষীরা
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা প্রেসক্লাবে ঈদ পুনর্মিলনি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রেসক্লাবের সভাপতি আবু নাসের মোঃ আবু সাঈদ। সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারীর সঞ্চালনায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন-জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক, জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, জামায়াতের জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হুসাইন প্রমূখ। এসময় জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সহ -সভাপতি ফারুক মাহবুবুর রহমান, সাবেক সভাপতি জি,এম মনিরুল ইসলাম মিনি, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক আরাফাত হোসাইন, সদস্য সচিব সুহাইল মাহদীন, মুখ্য সংগঠক আল শাহরিয়ারসহ প্রমূখ উপস্থিত ছিলেন।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের দর্পন। সমাজ ও রাষ্ট্র গঠনে সাংবাদিকদের ভ’মিকা অপরিসীম। অথচ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের মিডিয়াকে ধ্বংস করেছে। কিছু মিডিয়া কর্মীকে পকেটস্থ করে দেশে নৈরাজ্য, অনিয়ম, দূর্ণীতি, লুটপাট, গুম-খুন করেছে। সাংবাদিকরা ফ্যাসিস্ট সরকারের যাবতীয় অবৈধ কর্মকান্ডে জড়িত থেকে নিজেদের আখের গুছিয়ে। এরা সাংবাদিক নামের কলংক। এদেরকে এখন চিহ্নিত করতে হবে। এসমস্ত ফ্যাসিস্টদের তালিকা করে আইনগত ব্যবস্থা নিতে হবে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সার্বিক সহযোগিতা করার আশ^াস দিয়ে বক্তারা আরো বলেন, দীর্ঘ ১৭ বছর জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা অত্যাচারিত হয়েছে। সাংবাদিকসহ অনেকেই নিগৃহীত হয়েছে। এরপরও সাংবাদিকরা তাদের মিডিয়ায় ফ্যসিস্টদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে পারেনি। তারা বলেন, জুলাই -আগষ্টের সহ¯্রাধিক শহীদ ও অসংখ্য আহতদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার ফলে আজ সাতক্ষীরা প্রেসক্লাবে সবাই একত্রিত হতে পেরেছি। মন খুলে কথা বলতে পারছি। তারা বলেন, ফ্যাসিস্টরা যেনো আর কোন দিন প্রেসক্লাবে মাথা চাড়া দিতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে। ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকরা অতিথিদের ফুল দিয়ে বরণ করেন। একই সাথে দুপুরে মধ্যহ্নভোজের আয়োজন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়