১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

রাজগঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজগঞ্জ অঞ্চল শাখার আয়োজনে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকালে রাজগঞ্জ মুক্ত মঞ্চে ৯নং ঝাঁপা ইউনিয়ন আমীর মাষ্টার মোদাচ্ছের রহমানের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- যশোর জেলা জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য এড. গাজী এনামুল হক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- জেলা কর্মপরিষদ সদস্য নূরে আলী নূর মামুন, বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন- মনিরামপুর উপজেলা আমীর অধ্যাপক ফজলুল হক এবং বিশেষ অতিথি বক্তব্য রাখেন- উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মাওঃ ফরিদ উদ্দীন খান, ডাক্তার মোঃ শরিফুল ইসলাম, মাওঃ সেলিম জাহাঙ্গীর প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝাঁপা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাষ্টার মোঃ আসাদুজ্জামান। এ সমাবেশে এছাড়া পার্শ্ববর্তী ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়