১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

অভয়নগরে কুয়েত প্রবাসীকে জবাই করে

অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের নাউলী গ্রামে কুয়েত প্রবাসী এস এম হাসান খালসী (৩০) নামের এক যুবককে জবাই করে হত্যার ঘটনা ঘটে। রোববার সকালে নাউলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি ঘেরের পাড় থেকে পুলিশ হাসানের লাশ উদ্ধার করে । এ ঘটনায় তিনজনকে আটক করেছে। নিহত হাসান নাউলী গ্রামের হাবিবুর রহমান খাাসীর ছোট ছেলে।

হাসানের বড় ভাই এস এম মুন্না খালাসী জানান, দীর্ঘ ৮ বছর কুয়েতে প্রবাস জীবন শেষ করে প্রায় চার মাস আগে দেশে ফিরে হাসান। দুই মাস আগে হাসান ফুলতলা উপজেলার বরণপাড়া গ্রামের আজাদ মোড়লের মেয়ে সালমা বেগমকে বিয়ে করে। আমার ভাই বিদেশ থেকে আসার পর থেকে বন্ধুদের নিয়ে গভীর রাত পর্যন্ত বাহিরে আড্ডা দিতো। বন্ধুদের পেছনে প্রচুর টাকা নষ্ট করতো। ঘটনার দিনও বন্ধুদের নিয়ে আড্ডায় মেতে ছিল সে। ভোরে নাউলি গ্রামের তবিবুর রহমান তার ঘেরপাড়ে হাসানের গলা কাটা লাশ দেখতে পেয়ে খবর দেন। পরে এলাকাবাসীরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই গ্রামের বাসিন্দা সাগর, জামিল ও চঞ্চল নামের তিন যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়