আব্দুল আলিম, সাতক্ষীরা
টানা ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) সকাল ৯টা থেকে পুনরায় চালু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। ঈদুল আজহা উপলক্ষে বন্ধ থাকা দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দরে আবারও সচল হতে যাচ্ছে আমদানি-রপ্তানি কার্যক্রম। ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুছা বলেন, ‘৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদের ছুটির কারণে বন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়নি। তবে ১৫ জুন (রোববার) সকাল ৯টা থেকে যথারীতি কার্যক্রম শুরু হবে।’
তিনি আরও জানান, ভোমরা বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি ট্রাক পণ্য চলাচল করে। ব্যবসায়ীদের সম্মতিতে দুই দেশের কর্মকর্তাদের ছুটি নিশ্চিত করতেই এ সময় বন্দরটি বন্ধ রাখা হয়। ভারতের ঘোজাডাঙা এবং বাংলাদেশের ভোমরা— উভয়পাশ থেকেই কার্যক্রম বন্ধ ছিল। এদিকে যাত্রী চলাচলেও বাড়তি নজরদারির কথা জানিয়েছে ইমিগ্রেশন ও স্বাস্থ্য বিভাগ। ভোমরা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা তুফান মণ্ডল বলেন, “প্রতিদিন প্রায় ৩০০ পাসপোর্টধারী যাত্রী যাতায়াত করেন। আমাদের মেডিকেল টিম নিয়মিতভাবে স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারির কাজ চালিয়ে যাচ্ছে। ছুটির মধ্যেও যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।”
বন্দরের কার্যক্রম সচল হওয়ার খবরে স্বস্তি ফিরেছে ব্যবসায়ী মহলে। ঈদের ছুটির পর আমদানি-রপ্তানি পুনরায় শুরু হওয়ায় সীমান্তবর্তী এই বন্দর ঘিরে আবারও চাঙা হয়ে উঠছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এরই মধ্যে ভোমরা বন্দরের রাজস্ব আয়ে দেখা দিয়েছে আশাব্যঞ্জক অগ্রগতি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) এই বন্দর থেকে আদায় হয়েছে ৮৮৯ কোটি ৫৭ লাখ টাকা, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৭৯৮ কোটি ৭৩ লাখ টাকা। বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ঈদের ছুটির পর পূর্ণ সক্ষমতায় আমদানি-রপ্তানি শুরু হওয়ায় রাজস্ব আহরণ আরও বৃদ্ধি পাবে এবং বাণিজ্যিক কার্যক্রমে নতুন গতি আসবে।

