২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

খুবিতে আইকিউএসি আয়োজিত কর্মশালা অনুষ্ঠিত

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেছেন, উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অ্যাক্রেডিটেশন অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো ইতোমধ্যে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ও বিদ্যমান প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। এই প্রক্রিয়ার অগ্রগতি মনিটরিং করার জন্য একটি সফটওয়্যার ডেভেলপ করা হচ্ছে, যার মাধ্যমে সংশ্লিষ্ট তথ্য সহজে ও দ্রুত জানা যাবে। এক্ষেত্রে শিক্ষকগণকে নিজ নিজ অবস্থান থেকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ১৭ জুন (মঙ্গলবার) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত ‘প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন: বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ৪: কারিকুলাম’ শীর্ষক কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তৃতাকালে তিনি এসব বলেন। কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে উপস্থিত ছিলেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পরিচালকবৃন্দ- প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম এবং প্রফেসর ড. এস এম তৌহিদুর রহমান। তারা অ্যাক্রেডিটেশনের বিভিন্ন ধাপ, কাঠামো ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অংশগ্রহণকারীদের ধারণা দেন। এছাড়াও বিএসি অ্যাক্রেডিটেশন, স্ট্যান্ডার্ড ৪: কারিকুলাম সম্পর্কে বিশদ আলোচনা করেন খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোস্তফা মাহমুদ হাসান। কর্মশালায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিসিপ্লিনসমূহের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ‘স্ট্যান্ডার্ড ৪: কারিকুলাম’ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নোত্তর ও দলীয় আলোচনায় অংশগ্রহণ করেন এবং অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার বাস্তবায়ন কৌশল সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়