প্রতিদিনের ডেস্ক॥
প্রতিবারের মতো গেল ঈদেও প্রকাশ্যে এসেছে অনেক অনেক নাটক। এরমধ্যে বেশ কিছু নাটক ট্রেন্ডিংয়ে জায়গা করে নিয়েছে, কোনো নাটক ভিউয়ের দিক দিয়ে রেকর্ড গড়ছে। তবে দর্শক হৃদয়ে গেঁথে থাকার মতো নাটক বেশ কমই হয়েছে এবার। তারমধ্যে অন্যতম হলো তানজীন তিশা অভিনীত বাংলাভিশনে প্রচার হওয়া ‘শিউলী’ নাটকটি। রাফাত মজুমদার রিংকু নির্মাতা হিসেবে এ নাটকে যেমন মুন্সিয়ানা দেখিয়েছেন, তেমনি অনবদ্য অভিনয়শৈলী দেখিয়েছেন তানজীন তিশা। নাটকের শেষ অবধি বোঝার উপায় নেই কী ঘটেছিল, কী ঘটতে চলেছে। মূলত একজন প্রফেসরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা দেখিয়েই শুরু হয় নাটক। এই মৃত্যুর সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয় শিউলী চরিত্রে অভিনয় করা তানজীন তিশাকে। তবে গোয়েন্দা অফিসারের চরিত্রে অভিনয় করা মীর রাব্বী তদন্তে নতুন কিছুর সন্ধান পান। তিশা প্রফেসরের বাড়িতে কাজের মেয়ে মালা হয়ে প্রবেশ করলেও সে আসলে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। প্রফেসর চরিত্রে অভিনয় করা শহীদুজ্জামান সেলিম ও তার স্ত্রী চরিত্রে অভিনয় করা রোজী সিদ্দিকীর বাড়িতে কাজের মেয়ে হিসেবে যোগ দিয়ে মন জয় করেন তিশা। একদিন হঠাৎ করেই প্রফেসর মদ্যপান করে মালার রুমে প্রবেশ করে তার সম্ভ্রম হননের চেষ্টা করেন। সেই সময়েই বেরিয়ে আসে গোপন তথ্য। তিশা আসলে এই প্রফেসরের ঔরসেরই সন্তান। এরপর ঘটনা মোড় নেয় অন্যদিকে। মালা ও শিউলী- এ দুই রূপে অনবদ্য অভিনয় করেছেন তিশা। চরিত্রের সঙ্গে যেন মিশে গিয়েছিলেন তিনি। তার অভিব্যক্তি, অভিনয়, বডি ল্যাঙ্গুয়েজ- সবকিছুই যেন আরও অনেক পরিণত এ নাটকে। ইউটিউবে নাটকটির মন্তব্য ঘরেও তিশার প্রশংসা করেছেন সবাই। এতে অভিনয় প্রসঙ্গে তানজীন তিশা বলেন, অভিনয়শিল্পী হিসেবে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের ইচ্ছা সবসময় থাকে। এ নাটকটিও বেশ চ্যালেঞ্জিং ছিল। কারণ শান্ত রূপের আড়ালে একজন জন্ম থেকে কষ্ট পাওয়া ও প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা তরুণীর চরিত্রে অভিনয় করেছি। এ নাটক থেকে প্রতিনিয়ত যে সাড়া পাচ্ছি তাতে আমি অভিভূত। ভালোবাসার বাইরে আসলে একজন অভিনেত্রীর আর কিছু লাগে না।