৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

অবৈধ বিদ্যুৎ সংযোগ, রেস্টুরেন্ট মালিককে জরিমানা

আব্দুল আলিম, সাতক্ষীরা
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে সাতক্ষীরা শহরের দক্ষিণা রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ জুন) সন্ধ্যায় শহরের শহীদ নাজমুল সরণির মিনি মার্কেট সংলগ্ন দক্ষিণা রেস্টুরেন্টে এই অভিযান চালানো হয়। জানা যায়, অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে শহরের মিনি মার্কেট এলাকায় দক্ষিণা রেস্টুরেন্ট পরিচালনা করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইজুল ইসলাম দক্ষিণা রেস্টুরেন্ট মালিক জান্নাতুল ফেরদৌসকে ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সাথে অবৈধ সংযোগ দেওয়ার অপরাধে ইলেক্ট্রেশিয়ান শাহিনুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাইজুল ইসলাম জানান, শুরু থেকেই অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে তারা রেস্টুরেন্ট পরিচালনা করে আসছিল। এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় রেস্টুরেন্ট মালিককে জরিমানা করা হয়েছে। তবে রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মোন্তাছির বলেন, আমরা হাজার হাজার টাকা ভ্যাট দেই। সামান্য বিদ্যুৎ সংযোগ কেন অবৈধভাবে নেবো। আমরা বিষয়টি অবগত ছিলাম না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়