২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

ইরানের সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলার দাবি ইসরায়েলের

প্রতিদিনের ডেস্ক॥
গত কয়েক ঘণ্টায় ইরানের বিভিন্ন স্থাপনায় অন্তত ৫০টির বেশি যুদ্ধবিমান দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। তেল আবিব জানিয়েছে, এসব হামলার লক্ষ্যগুলোর মধ্যে একটি ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ‘সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র’। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরানের পারমাণবিক কর্মসূচিকে থামিয়ে দেওয়ার লক্ষ্যেই এই অভিযান। তেল আবিবের দাবি, হামলার লক্ষ্য ছিল এমন সব স্থাপনা, যেখানে ‘ভূমি থেকে ভূমি’ ও ‘ভূমি থেকে আকাশে’ ছোড়া ক্ষেপণাস্ত্রের কাঁচামাল ও উপাদান তৈরি হয়। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নেও ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা ক্রিটিকাল থ্রেটস প্রজেক্ট (সিটিপি) এবং ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) জানিয়েছে, ১৩ জুন থেকে শুরু করে ইসরায়েল এ পর্যন্ত ইরানের অভ্যন্তরে ১৯৭টি বিমান হামলা চালিয়েছে। সূত্র: সিএনএন

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়