২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ  । ৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

নিষেধাজ্ঞার কারণে প্রকাশ পাচ্ছে না ইসরায়েলে হামলার খবর

প্রতিদিনের ডেস্ক॥
ইসরায়েল কৌশলগত স্থানে ইরানের হামলা নিয়ে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করায় সেখানকার বিভিন্ন তথ্য প্রকাশ পাচ্ছে না বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। খবরে বলা হয়, ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে। তবে কোথায় আঘাত হানছে, কী ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে সে তথ্য বাইরের বিশ্বে অনেকটায় লুকিয়ে রাখছে ইসরায়েল। কারণ এতে তাদের দুর্বলতা প্রকাশ পেতে পারে। তাই কৌশলগত স্থানে হামলা নিয়ে তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র কখনো আকাশেই বিস্ফোরিত হচ্ছে, আবার দু–একটা মাটিতে আছড়ে পড়ছে। এ দৃশ্য সেখানকার বাসিন্দাদের আতঙ্কিত করে তুলছে। এ কারণে ইসরায়েলজুড়ে আশ্রয়কেন্দ্রগুলোয় এখন প্রচণ্ড ভিড়। সেখানে পুরোনো বাড়িগুলোয় কোনো বাংকার নেই। ফলে পুরোনো বাড়ির বাসিন্দারা এলাকার আশ্রয়কেন্দ্রগুলোয় আশ্রয় নেন।
পশ্চিম জেরুজালেমের অবসরপ্রাপ্ত সমাজকর্মী ইয়াকোভ শেমেশ বলেন, ইরানের হামলা শুরুর পর থেকে তার স্ত্রী তাদের অ্যাপার্টমেন্ট ব্লকের সিঁড়িঘরেই ঘুমাচ্ছেন। শেমেশের বয়স ৭৪ বছর। ইসরায়েল যে হামলার তথ্য লুকাচ্ছে সেরকম তথ্য দেন শেমেশও। তিনি বলেন, ‘আমাদের ভবনে কোনো আশ্রয়কেন্দ্র নেই। রবিবার রাতে আমি ছাদে গিয়েছিলাম কী হচ্ছে দেখতে। আকাশে আলোর ঝলকানি দেখলাম, তারপরই বিস্ফোরণের শব্দ। কিন্তু খবরে এ নিয়ে কোনো তথ্য পেলাম না। হয়তো তারা (রাষ্ট্র) আমাদের জানাতে চায় না এটা কতটা কাছাকাছি এসেছিল।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়