নিজস্ব প্রতিবেদক
র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বপ্নের ডালায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ¦ালি প্রতিপাদ্যে বৃহস্পতিবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, জেলা ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মজনু, নাসিবের সভাপতি সাকির আলী, জেলা ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সহসভাপতি সিরাজ খান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, এনজিও প্রতিনিধি আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক আরিফুল ইসলাম। সভায় বক্তারা বলেন, পরিবার থেকে বিচ্ছিন্ন শিশুরাই শিশু শ্রমের সাথে জড়িত। ঝুঁকিপূর্ণ শিশুশ্রম প্রতিরোধ করতে হলে শিশুদের কারিগরি শিক্ষায় দক্ষ করে জনশক্তিতে পরিণত করতে হবে। এর আগে কালেক্টরেট চত্বর থেকে র্যালি বের করা হয়। বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিবুল আলম।

