উৎপল মণ্ডল, শ্যামনগর
“প্লাষ্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে বিষয়টি সামনে রেখে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে সিএনআরএস-সিডা-বিফোআরএল প্রকল্পের উদ্যোগে ১৯ জুন(বৃহস্পতিবার) সকাল ১০ বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সুইডিশ দূতাবাস এর অর্থায়নে বায়োডাইভার্সিটি ফর রেসিলিয়েন্ট লাইভলিহুডস (বিফোরআরএল) প্রকল্পের আওতায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদে, ”, দুই শতাধিক- ভিসিজি, ভিসিএফ, সিএমসি, ভিসিজি, যুবক-যুবতী, স্থানীয় ক্লাব ও সাধারণ জনগন ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। উক্ত দিবস উদযাপনে র্যালিটি মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে শুরু হয়ে হরিনগর বাজার প্রদক্ষিণ করে অনুষ্ঠান স্থলে গিয়ে শেষ হয়। ইউপি সদস্য জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন অনির্বান ক্লাবের সভাপতি ওমেদ আলী, সিপিজি সদস্য সুমিত্রা রানী,স্বেচ্ছায় রক্তদান সংস্থার সভাপতি রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক নাজমুল, ফিল্ড ম্যানেজার, সিএনআরএস বিফোআরএল প্রকল্প
স্বরন কুমার চৌহান, উপস্থিত সম্মানিত অতিথীবৃন্দ দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং বৃক্ষ রোপনের জন্য সবাইকে অনুরোধ করেন। এরপর অংশগ্রহনকারিদের নিয়ে উন্মুক্ত ক্যুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, ক্যুইজ প্রতিযোগিতার ১০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিবস উদযাপনটি সফলভাবে শেষ হয়। পরিবেশ দিবস পালনের অংশ হিসেবে মুন্সিগঞ্জ ও হরিনগর বাজার ব্যাবস্থাপনা কমিটির সাথে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়।

