৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

আদাবরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেফতার ৯

প্রতিদিনের ডেস্ক॥
রাজধানীর আদাবর থানার শ্যামলী হাউজিং প্রকল্প-২, সুনিবিড় হাউজিং এবং শেখেরটেক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিনে ও রাতে আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।মেহেদী হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার আদাবর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ৯ জনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- সরোয়ার (২৬), স্বপন খাঁ (২৬), মো. সাজু (২২), শাওন (৩৯), রাব্বী (২১), রিংকু (২০), সবুজ (২০), রকি হোসেন (২৬) এবং প্রদীপ (২৮)। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান মেহেদী হাসান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়