৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

মধ্যপ্রাচ্যের দিকে এগিয়ে আসছে মার্কিন যুদ্ধবিমান

প্রতিদিনের ডেস্ক॥
ইরান-ইসরায়েল সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান। ইউরোপের বিভিন্ন ঘাঁটি থেকে উড়ছে অত্যাধুনিক এফ-২২ ও এফ-৩৫ ফাইটার জেট। সঙ্গে রয়েছে রিফুয়েলিং ট্যাংকার, যা দীর্ঘ পাল্লার আকাশ হামলা চালানোর সক্ষমতা বহুগুণে বাড়ায়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র অন্তত ৩০টি যুদ্ধবিমান ইউরোপে পাঠিয়েছে।
পাশাপাশি, মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিতেও নতুন করে বিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সাধারণত যুক্তরাষ্ট্র কোন দেশের ঘাঁটি থেকে হামলা চালাতে হলে আগে থেকে সংশ্লিষ্ট দেশের অনুমতি নেয়। তবে এবারে ইরানে সম্ভাব্য হামলার ক্ষেত্রে যুক্তরাজ্যের সাইপ্রাস ঘাঁটি কিংবা পর্তুগালের টিয়াগো গার্সিয়া ঘাঁটি ব্যবহারের জন্য এখনো কোন আনুষ্ঠানিক অনুরোধ করেনি বলে জানিয়েছে বিবিসি। এদিকে উপসাগরীয় অঞ্চলে আগে থেকেই অবস্থান করছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন। দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে আরও একটি বিমানবাহী রণতরী ওই অঞ্চলের দিকে রওনা হয়েছে। বিশ্লেষকদের মতে, এতে করে একদিকে আকাশপথে, অন্যদিকে সমুদ্রপথে ইরানকে ঘিরে চাপ তৈরির কৌশল নিচ্ছে ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে জুন মাসের শুরুতেই জানা যায়, মধ্যপ্রাচ্যে প্রায় ৪ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের এই সামরিক অগ্রগতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে কূটনৈতিক মহলে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়