৫ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২০শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোর র‌্যাবের অভিযানে শেখহাটি থেকে ১০০ কেজি গাঁজাসহ ১২ মামলার আসামি মিন্টু গাজি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি অভিযানে ১০০ কেজি গাঁজাসহ মোঃ মিন্টু গাজি (৪৮) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে। তিনি ১২টি মাদক মামলার আসামি বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকবিরোধী অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ জুন ) বিকালে যশোর শহরতলী শেখহাটি জামরুলতলার রংধনু মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, শেখহাটি এলাকার রংধনু মার্কেটের নিচে একটি কাপড়ের দোকানে গাঁজার চালান মজুত রাখা হয়েছে। র‌্যাব সদস্যরা সেখানে পৌঁছালে মিন্টু গাজি কৌশলে দোকান বন্ধ করে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার দোকানে তল্লাশি চালানো হয়। সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার দোকানে অভিনব কায়দায় কাপড়ের গজের ভেতরে মোড়ানো ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। গ্রেফতার মিন্টু গাজি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। র‌্যাব জানায়, এ ঘটনায় উদ্ধারকৃত মাদকসহ মিন্টু গাজিকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে এবং যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়