২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

খুলনা সাইকেল থেকে পড়ে গিয়ে যুবকের মৃত্যু

খুলনা প্রতিনিধি
খুলনায় সাইকেল থেকে পড়ে গিয়ে মো: মামুন মোল্লা (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার দিকে বটিয়াঘাটা উপজেলার খারাবাদ বাইনতলায় ঘটনাটি ঘটে। মামুনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। নিহত মামুন বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার জারিয় ভট্রখামার এলাকার বাসিন্দা মো: রফিক মোল্লার ছেলে। মামুন মোল্লার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বটিয়াঘাটনা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাসার বলেন, সন্ধ্যা ৬ টার দিকে মামুন খারাবাদ বাইনতলা লিটন খন্দকারের বাড়ির সামনে সাইকেল চালানো অবস্থায় স্লিপ করে রাস্তার ওপর পড়ে যায়। এ সময়ে ওই যুবক জ্ঞান হারিয়ে ফেললে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে খবর দেওয়া হলে পরিবারের সদস্যরা হাসপাতালে আসে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়