২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ 

স্ত্রীর কিডনি দানে জীবন ফিরে পেল শার্শার বিএনপি নেতা কুদ্দুস: তুরস্কে সফল কিডনি প্রতিস্থাপন শেষে বাড়ি ফিরল হেলিকপ্টারে

আনিছুর রহমান, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার বাঁগআচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী এবং শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব কুদ্দুস বিশ্বাস (৫০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের মতে, জীবন রার একমাত্র উপায় ছিল কিডনি প্রতিস্থাপন। এই সংকটময় সময়ে তার স্ত্রী মোছাঃ ফারজানা (৩০) স্বামীকে বাঁচাতে এক মানবিক ও সাহসী সিদ্ধান্ত নিয়ে নিজের একটি কিডনি স্বেচ্ছায় দান করেন। দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে, শুক্রবার (২০ জুন) বিকাল চারটার সময় হেলিকপ্টার করে তিনি নিজ এলাকায় ফিরে আসেন।

যশোর- সাতক্ষীরা মহাসড়কের পাশে বাগআচড়া জনতা ইকোপার্ক মাঠে হেলিকপ্টার অবতরণ করে। এই ইকোপার্কটিরও সত্বাধিকারী কুদ্দুস বিশ্বাস নিজেই। দেশে সকল প্রয়োজনীয় চিকিৎসা পরীা-নিরীায় মিল পাওয়ার পর, তাকে উন্নত চিকিৎসার জন্য তুরস্কে পাঠানো হয়। সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়। এ সময় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। হাজার হাজার মানুষ তাকে স্বাগত জানাতে রাস্তায় লাইন করে দাঁড়িয়ে থাকেন। ফুল, মিষ্টি, ব্যানার আর শুভেচ্ছা বার্তায় বরণ করে নেন এলাকার এই পরিচিত মুখকে।

সাবেক কেন্দ্রীয় বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি বলেন, এই ঘটনা শুধু চিকিৎসার সাফল্য নয়, এটা ভালোবাসা, আত্মত্যাগ আর মানবিকতার দৃষ্টান্ত। ফারজানা ভাবী শুধু একজন স্ত্রী নন, একজন সাহসী নারীও। এলাকাবাসীর মুখে মুখে এখন শুধু এক কথাই ভিালোবাসা বেঁচে আছে, ফারজানার মতো মানুষদের মাধ্যমে। হেলিকপ্টার থেকে নামার পর এলাকার বিএনপি নেতা কমীরা ফুলেল শুভেচ্ছা জানান কুদ্দুস বিশ্বাসকে। এরপর কুদ্দুস বিশ্বাস এক সংক্ষিপ্ত বক্তব্য তিনি এলাকা বাসির প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন আমি তুরস্ক যাওয়ার সময় আপনারা আমাকে দোয়া করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। আমি আপনাদের পাশে আছি। আপনাদের কারো কোন সমস্যা হলে আমার কাছে আসবেন। আমি আমার সাধ্যমত দেখব।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়