১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

দাম্পত্য কলহের জেরে ভায়রা ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত রুবেল

নিজস্ব প্রতিবেদক
যশোরে পারিবারিক কলহকে কেন্দ্র করে রুবেল হোসেন (৪০) নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২১ জুন) রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এ হামলার ঘটনা ঘটে। আহত রুবেল যশোর সদর উপজেলার শংকরপুর এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রুবেলের সঙ্গে তার স্ত্রীর দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন চলছিল। স্ত্রী পরকীয়ায় জড়িত, এমন অভিযোগ জানতে পেরে দু’জনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে স্ত্রীর ছোট বোনের স্বামী অনিক (২১) ও তার দুই সহযোগী আকাশ (২১) এবং সাদ্দাম (৩৮) পরিকল্পিতভাবে রুবেলের ওপর হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় রুবেল একা ছিলেন। অভিযুক্ত তিনজন রুবেলকে ঘিরে ধরে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক রুবেলের অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত ঢাকায় স্থানান্তরের নির্দেশ দেন। ঘটনার পরপরই যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম পরিচালনা করেন এবং পরে সদর হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। তিনি সাংবাদিকদের জানান, প্রাথমিক ভাবে ঘটনাটি পারিবারিক বিরোধ ও দাম্পত্য কলহ থেকে ঘটেছে বলে জানা গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও আটকের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। রুবেলের পরিবার জানিয়েছে, ঘটনাটি পূর্বপরিকল্পিত এবং এতে স্ত্রী ও তার আত্মীয়রা জড়িত। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়