নিজস্ব প্রতিবেদক
যশোরে রংয়ের কাজ করতে গিয়ে ভবনের ছাদ থেকে পড়ে এক রংমিস্ত্রি নিহত হয়েছেন। শনিবার (২২ জুন ২০২৫) দুপুরে শহরের স্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর ভবনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মফিজুর রহমান (৫০) যশোর কোতোয়ালি থানার ইছালী ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন। প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের বরাতে জানা যায়, দুপুর ১১টা ৪৫ মিনিটের দিকে মফিজুর রহমান ভবনের তৃতীয় তলায় রংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মফিজুর রহমানের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ভবন নির্মাণ কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

