মাসুম বিল্লাহ, কেশবপুর
কেশবপুর উপজেলার জামায়াতের আমীর অধ্যাপক মুক্তার আলীর বৃক্ষরোপণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। তিনি গতকাল বৃক্ষরোপণ শেষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেন সাগরদাঁড়ী ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে ও বাজারে। এসময়ে বাজারের ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ মানুষ অধ্যাপক মুক্তার আলীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামের কেশবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা রেজাউল ইসলাম, সাগরদাঁড়ি ইউনিয়ন শাখার আমির প্রভাষক রবিউল ইসলাম, মাওলানা রফিকুল ইসলাম, ৮ নং ওয়ার্ডের সভাপতি সোহরাব হোসেন, সেক্রেটারি ওলিয়ার রহমান,ডাঃ হাফিজুর রহমান, আলমগীর হোসেন, আব্দুল কুদ্দুস, মীর আব্দুল খাবির, এস এম মতিউর রহমান,মাওলানা মুজিবুর রহমান,শফিকুল ইসলাম সানা সহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমুখ। গণসংযোগ কার্যক্রম শেষে নেতাকর্মীরা তার নেতৃত্বে আগামী নির্বাচনের জন্য আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগ শেষে তিনি বিভিন্ন অঞ্চলে পথসভায় বক্তব্য রাখেন।

