১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

মাদকবিরোধী অভিযানে যশোরে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩, পলাতক ১

নিজস্ব প্রতিবেদক
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় ৩৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। অভিযানের সময় একজন আসামি পলাতক রয়েছেন।আটক ব্যক্তিরা হলেন শেখকহাটি মিয়া বাড়ি মোড় এলাকার বিপুল হোসেন (২৪), বসুন্দিয়া গাইদগাছি এলাকার কিবরিয়া মিথুন (৪৫), নড়াইল জেলার দৌলতপুর গ্রামের মামুন বিশ্বাস (২১)। এ সময় যশোর সদরের চাউলিয়া পশ্চিম পাড়া গ্রামের আব্দুল গফফার পালিয়ে যায়।পলাতক গফফার আলীর বিরুদ্ধে কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে,মোবাইল কোর্টে আসামিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়ছে। অভিযুক্তদের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে বিপুল হোসেনকে তিন দিনের কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা, মামুন বিশ্বাসকে ১৫ দিনের কারাদণ্ড ১০০ টাকা জরিমানা, কিবরিয়া হোসেন মিটূনকে পনের দিনের কারাদণ্ড ২০০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ সাইদুর রহমান এবং বিভিন্ন পর্যায়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়