১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম নিহত

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তানজিম (১৩) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৭ জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) শার্শা-কাশিপুর সড়কের রঘুনাথপুর বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরআগে সোমবার চৌগাছায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় কলেজছাত্রী নিহত ও বাবা আহত হন। একইদিন চুড়ামনকাটির ছাতিয়ানতলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় প্রাণ যায় খুলনার কয়রার ছেলে এক মাদ্রাসা ছাত্রের। এনিয়ে দু’দিনে প্রাণ গেল ৩ জনের। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অন্তত ১০ জন। একের পর এক সড়ক দুর্ঘটনা নিয়ে জনমনে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি সড়কের চরম অব্যবস্থাপনা অধিকাংশ দুর্ঘটনার কারণ। এরফলে সন্তানকে স্কুল-কলেজ কিংবা কর্মস্থলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকতে পারছেন না মানুষ। আজ নিহত কিশোরের নাম তানজিম। সে শার্শার বন মান্দারতলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন পারভীনা (৪৮), সাথী (৩২), খায়রুননেসা (৫৫), ডলি (৩৮) ও সুফিয়া খাতুনসহ আরও দুজন। এদের মধ্যে একজন অজ্ঞাত পরিচয় ইজিবাইক চালককে গুরুতর অবস্থায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাকশিয়া বাজার থেকে যাত্রী নিয়ে কাশিপুরগামী একটি ইজিবাইকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকা মেট্রো-ট ১৪-৯৫৫৬ নম্বরের একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তানজিমকে মৃত ঘোষণা করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও ইজিবাইক জব্দ করেছে। তবে ট্রাকচালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের শনাক্ত করার জন্য অভিযান চলছে। একের পর এক দুর্ঘটনার বিষয়ে জেলা ট্রাফিক পুলিশের একাধিক সূত্র জানিয়েছে-যশোরে প্রয়োজনের তুলনায় অধিক অটোরিকশা-ইজিবাইক চলাচল করছে। সেই সাথে নছিনমন-করিমন ও আলম সাধুসহ অধিকাংশ ট্রাক বেপরোয়াগতিতে চলাচল করছে। সেই সাথে উঠতি বয়সের যুবক ও কিশোর মোটরসাইকেল হাতে পেয়ে বেপরোয়াগতিতে ড্রাইভ করছে। এসব নিয়ন্ত্রণে রাখার মতো জনবল ট্রাফিক পুলিশে নেই। তারপরও চেষ্ট্রার ত্রুটি রাখা হচ্ছে না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি-যেসব এলাকায় প্রায় প্রায় দুর্ঘটনা ঘটছে, সেই জায়নাগুলো সনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হলে দুর্ঘটনা অনেকাংশে কমবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়