১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে সোনার বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে পাঁচটি সোনার বারসহ একজনকে আটক করেছেন বিজিবি সদস্যরা। উদ্ধার সোনার ওজন ৫৮৫ দশমিক ৫৪ গ্রাম। মূল্য ৮৬ লাখ ৭৭ হাজার টাকা। বুধবার (২৫ জুন) ভোরে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর এলাকা থেকে ৪৯ ব্যাটালিয়ন বিজিবি সদস্যরা সোনার বারগুলো উদ্ধার করেন। এসময় আটক করা হয় পাচারকারী ময়নাল মোল্লাকে (৩৫)। ময়নাল মোল্লার বাড়ি ঢাকার মিরপুরে। তার জুতার সোলের ভেতরে বিশেষভাবে লুকানো ছিল সোনার বারগুলো। বিজিবির জিজ্ঞাসাবাদে তিনি জানান, ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে সোনা সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তিনি। বিজিবি জানায়, ময়নাল মোল্লার কাছ থেকে মোবাইল ফোনসেটও জব্ধ করা হয়েছে। তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হবে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক, অস্ত্র, সোনা, রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়