১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে মহরমের তাৎপর্য ও আশুরার শোককে শ্রদ্ধায় স্মরণে মানববন্ধন

সৈয়দ মোস্তফা হাশমী
আরবি বছরের প্রথম মাস মহরমের তাৎপর্য ও আশুরার গুরুত্ব এবং শোকের মাসকে গভীর শ্রদ্ধার স্মরণ করে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে গণসচেতনতা তৈরীর লক্ষ্যে আলে রাসূল পাবলিকেশন্সের উদ্যোগে প্রেসক্লাব চত্বরের এ মানব বন্ধন অনুষ্ঠানটি হয়। মানববন্ধনে বক্তারা বলেন, মহানবী (সা:) এর নাতি ইমাম হুসাইন ও তাঁর অসহায় পরিবার এবং সঙ্গী, সাথীদের নির্মম ও হৃদয় বিদারক শাহাদাতের মাস এ মহররম মাস। তাই শুরুতে আরবী নতুন বছরে আশেকানে রাসূল (সা.) অশ্রম্নসিক্ত শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। আগামী ১০ মহররম জান্নাতী যুবকদের সর্দার, আত্মোৎসর্গীত মহাপুরুষ ইমাম হুসাইন ইবনে আলী (সালামুল্লাহি আলাইহিমা)-এর শাহাদাতের দিন তথা আশুরা।মুমিনদের আত্ম পরিচয় খুঁজে পাওয়ার এবং উন্নত মনোবৃত্তির সব শিক্ষা জড়িয়ে আছে আশুরা বিপ্লবের মধ্যে। যতদিন এ মহান ইমামের মহান আত্মত্যাগের স্মরণে অন্তরে ভক্তি ও ভালবাসা থাকবে, আর জিহ্বায় থাকবে তার সাহসী প্রকাশ, ততদিন এ রক্তাক্ত শাহাদাতের বাণী সমুন্নত ও চিরন্তন থাকবে, পৌঁছে যাবে পরবর্তী বংশধরদের কাছে। রাসূল পাবলিকেশন্সের কমকর্তা শাহবাজ আহম্মেদের পরিচালনায় মানব বন্ধনে অংশগ্রহণ করেন, দানবীর হাজী মুহাম্মদ মহসিন ইমাম বারগাহে্র খতিব মাওলানা ইকবাল হোসেন, পেশ ইমাম মাওলানা কামারুজ্জামান আবির, আলহাজ্ব মোস্তফা খান ফিরোজ, আতাহার হোসাইন, মনিরুজ্জামান জনি, এহতেশামুল হক প্রতীক, শাহনূল হক, ইকরার হোসাইন লিটন প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়