প্রতিদিনের ডেস্ক॥
দেখতে দেখতে দাম্পত্যের ২৫ বছর পার করলেন কাজল ও অজয় দেবগন। এবার কাজল জানালেন তাদের বিয়ে টিকে যাওয়ার প্রধান দু’টি কারণ। বলেন, আমরা একে-অপরের থেকে অনেকটা আলাদা। সে অর্থে দেখতে গেলে আমাদের অনেক আগেই বিচ্ছেদ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু দাম্পত্যে সুখ চাইলে আপনার স্মৃতিশক্তি দুর্বল হতে হবে। ভুলে যাওয়ার রোগ থাকতে হবে আর কখনো কখনো কানে কম শুনতে হবে।

