১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

যশোরে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ জুন) বিকাল ৩টা ৪০ মিনিট থেকে ৫টা পর্যন্ত এ কর্মসূচি চলে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব, কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুল মুন্নি, সাবেক কেন্দ্রীয় নেতা মফিকুল হাসান তৃপ্তি, সাবেক ছাত্রদল সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনীর আহমেদ সিদ্দিক বাচ্চু, শহীদুল বারী রবুসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী। অনুষ্ঠানে বক্তারা বলেন, “গণতন্ত্র রক্ষায় বিএনপিকে আরও সুসংগঠিত করতে হবে। সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের মধ্য দিয়ে তৃণমূলে সংগঠন আরও মজবুত হবে।” অনুষ্ঠানে জানানো হয়, সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ ফরম প্রতিটি ২০ টাকা মূল্যে বিক্রি করা হচ্ছে। এই কর্মসূচি জেলা ব্যাপী চলমান থাকবে বলে নেতৃবৃন্দ জানান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়