১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে উত্তরণের প্রকল্প শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উত্তরণের বাস্তবায়নে সুরফিট প্রকল্পের লোকাল লেভেল শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।২৮জুন(শনিবার)সকালে পাবলিক লাইব্রেরী হল রুমে ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে মাল্টিমিডিয়া ভিত্তিক উপস্থাপনায় প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন এআই ব্যবহার করে জলোচ্ছ্বাসের পূর্বাভাস মডেল তৈরী করা যা ঝুঁকি অবহিত, জেন্ডার ট্রান্সফরমেটিভ এবং অন্তর্ভুক্তিমুলক আগাম সাড়াদানকে সমর্থন করাই এই প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য। কর্মশালায় গ্রুপ ভিত্তিক আলোচনায় টেকসই বেড়ী বাঁধ নির্মান, শ্যামনগরে আবহাওয়া স্টেশন তৈরী, বাঁধ মনিটরিং কমিটি তৈরী, পানি উন্নয়ন বোর্ডকে আরও দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা, প্রকল্পের তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্তকরণ সহ অন্যান্য সুপারিশ করা হয়। এছাড়াও ড্রোনের মাধ্যমে প্রকল্প এলাকায় বাঁধের ক্ষয়ক্ষতি নিরুপণ করা, নদীর পানির উচ্চতা পরিমাপ চলমান প্রক্রিয়া, ঘূর্নিঝড়ের আগাম তথ্য মোবাইল এসএমএসের মাধ্যমে জানানো সহ অন্যান্য বিষয় ওয়ার্কশপে অবহিত করা হয়। ওয়ার্কশপে বক্তব্য রাখেন, এ্যাড.জিএম মুনসুর রহমান, শিক্ষক মুকুল ,আমিনুর রহমান, ছাব্বির হোসেন, সেলিম হোসেন, লতিফা বেগম ঝর্ণা প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়