৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কত?

প্রতিদিনের ডেস্ক॥
জাতিসংঘের জনসংখ্যা বিভাগের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে ১০০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় পাঁচ লাখ ৮৮ হাজার। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে শতবর্ষীদের সংখ্যা এক মিলিয়ন অর্থাৎ ১০ লাখের কাছাকাছি পৌঁছে যাবে। কিন্তু ১৯৯০ সালে শতবর্ষীদের সংখ্যা ছিল ৯২ হাজার। উন্নত চিকিৎসা ব্যবস্থা, ভালো খাবার, জীবনযাপনের ধরনের মানোন্নয়নের কারণে মানুষের গত আয়ু বাড়ছে। জাতিসংঘ ১৯৬২ সাল থেকে মানুষের গড় আয়ুর হিসাব রাখা শুরু করে। সে বছর যাদের জন্ম হয় তাদের গড় আয়ু ৫২ বছরের মতো ছিল বলে জানা যাচ্ছে। ছয় দশক পর বর্তমানে মানুষের গড় আয়ু ৭৩ বছরে দাঁড়িয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞদের ধারণা, ২০৫০ সাল নাগাদ এটা ৭৭ বছরে পৌঁছে যেতে পারে। জাতিসংঘের হিসাব মতে, এখন বিশ্বে পাঁচ বছরের কম বয়সী যে পরিমাণ শিশু আছে তার চেয়ে বেশি মানুষ আছে ৬৫ বছরের বেশি বয়সী। মোদ্দা কথা হলো, ১০০ বছর বাঁচা এখন আর অসম্ভব কোনো বিষয় নয়। সবশেষ ২০২৩ সালে জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, বিশ্বের মোট জনসংখ্যার শূন্য দশমিক শূন্য শূন্য সাত শতাংশ (০.০০৭%) মানুষের বয়স ১০০ বছরের ওপরে। বিজ্ঞানীরা বলছেন, যদিও বেশিরভাগ মানুষের জন্য ১০০ বছরের ঘর ছোঁয়া কঠিন হবে। ২০২৪ সালে ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেমোগ্রাফিক স্টাডিসের হিসাবে, ২০২৩ সালে জন্ম নেওয়া ছেলেদের দুই শতাংশ এবং মেয়েদের পাঁচ শতাংশ বছরের হিসাবে তিন অংকের ঘরে পৌঁছাতে পারেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়