উৎপল মণ্ডল, শ্যামনগর
শ্যামনগরে গাবুরা ইউনিয়নে মেঘা প্রকল্পের স্থায়িত্বশীল করতে সামাজিক বন বিভাগ যশোরের উদ্যোগে বেড়ীবাঁধে বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।৩০জুন (সোমবার) বিকাল ৪টায় বনায়ন কর্মসূচি উদ্বোধন করেন গাবুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে ইউ পি সদস্য শহীদুল্লাহ গাজী। শ্যামনগর উপজেলায় গাবুরা একটি দ্বীপ ইউনিয়ন যেখানে চারপাশে খোলপেটুয়া, আড়পাঙ্গাসিয়া, কপোতাক্ষ নদী দ্বারা বেষ্টিত। এখানে ৪০ হাজার মানুষের বসবাস, সিডর, আইলা থেকে শুরু করে ১৩ টি প্রাকৃতিক দুর্যোগ প্রায় সব কাটাই গাবুরাতে আঘাত এনেছে। রাস্তাঘাট স্কুল থেকে শুরু করে, স্বাস্থ্য চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা সহ বেড়ীবাঁধ নাজুক হয়ে পড়েছে। বর্তমানে সরকারি উদ্যোগে বেড়ীবাঁধ রক্ষায় গাবুরা ইউনিয়নে ১হাজার২৩ কোটি টাকায় মেঘা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। প্রকল্পের অংশ হিসেবে সামাজিক বনায়ন যশোর এর উদ্যোগ কর্মসূচিতে ১০ হাজার বিভিন্ন প্রজাতির লবণসহনশীল গাছের চারা বেড়িবাধে লাগানো উদ্যোগ গ্রহণ করা হয়েছে, এর মধ্যে তেতুল ২০০০ দেশে নিম-১০০০ হাজার , তেতুল ২০০০ হাজার, দেশি নিম ১০০০ হাজার, কদবেল ৩০০০ হাজার, অর্জুন ১০০০ হাজার, খয়ের ১০০০ হাজার, পরেশ ১০০০ হাজার, খৈয়া বাবলা ১০০০ হাজার। পরিবেশ বিপর্যয়ে ক্রমশ বনায়ন ধ্বংসের ফলে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে । লবন সহনশীল পরিবেশ উপযোগী বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে। মূলত নদী ভাঙন প্রতিরোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং উপকূলীয় অঞ্চলের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষাই এই কর্মসূচির মূল লক্ষ্য।পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্বন সংরক্ষণের জন্য যেন বায়ুমণ্ডলের কম কার্বন নিঃসরণ, জীব বৈচিত্র রক্ষা এবং বেড়ীবাঁধ সংরক্ষণের জন্য গাবুরা ইউনিয়নে বেড়িবাঁধে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন লবণ সহনশীল জাতের বিভিন্ন গাছের চারা লাগানো হবে বলে জানান সহকারী বন সংরক্ষক প্রিয়াঙ্কা হালদার। বাঁধের পাড়ে বসবাস রত জেলেখালীর স্থানীয় আব্দুল জলিল (৭৫) দীন দয়াল সরদার (৭২) বলেন, আমরা প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়। নদীর বেড়িবাঁধ ভাঙানোর কারণে আমাদের বাড়িঘর সব নদীতে চলে গেছে এখন বাঁধের উপরে বসবাস করি। বেশি বেশি চরবনায়নের কারণে উপকূল সহ গাবুরা রক্ষার বাঁধ সুরক্ষা থাকবে। পাশাপাশি সবুজ বনায়নের কারণে অক্সিজেন গ্রহণ করতে পারি এবং কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন নিঃসরণ হয়ে থাকে।বনায়ন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ বিল্লাহ, ফরেস্টার আছাফুর রহমান, পিএম পিরামিন ইসহাক, সুন্দরবন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পীযূষ বাউলিয়া পিন্টু, পানি উন্নয়ন বোডের প্রতিনিধি আল মামুন ইসলাম সহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

