১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ 

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ধর্ষণ মামলায় স্বপন আলী (৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার (৩০ জুন) জেলার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় দেন।রাষ্ট্রপক্ষের আইনজীবী আশরার জাহান জানান, স্বপন আলীর সঙ্গে কুষ্টিয়ার দৌলতপুর থানার রাহাতুল ইসলামের মেয়ের প্রেমের সম্পর্ক তৈরি হয়। ২০১৬ সালের ২১ সেপ্টেম্বর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই মেয়েকে গাংনীতে ডেকে নেয়। ওই দিন উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে রাতে আকুবপুর গ্রামের রফিকুল ইসলামের নির্মাণাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় আশ্রয় নেয়। সেখানে প্রেমিকাকে ধর্ষণ করে তার সঙ্গে থাকা মোবাইল ছিনিয়ে পালিয়ে যায় স্বপন আলী। পরদিন স্থানীয়দের সহযোগিতায় নিজ পরিবারে ফেরত পাঠানো হয় ধর্ষণের শিকার মেয়েটিকে। পরদিন গাংনী থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে স্বপন আলী ও শাহারুল ইসলামের বিরুদ্ধে মামলা করে মেয়ের বাবা রাহাতুল ইসলাম। পরে পুলিশ তদন্তে সাহারুল ইসলামের নাম বাদ দেওয়া হয়। মামলায় আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে স্বপন আলীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানার আদেশ দেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়