প্রতিদিনের ডেস্ক॥
কোটি কোটি ব্যবসায়িক কম্পিউটার এখনো উইন্ডোজ ১০ ব্যবহার করছে, যা বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছে মাইক্রোসফট।
কোটি কোটি ব্যবসায়িক কম্পিউটার এখনো উইন্ডোজ ১০ ব্যবহার করছে, যা বড় ধরনের নিরাপত্তার ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছে মাইক্রোসফট। সফটওয়্যার প্রতিষ্ঠানটির তথ্যানুযায়ী, চলতি বছরের ১৪ অক্টোবরের পর থেকে উইন্ডোজ ১০-এর জন্য আর কোনো সাপোর্ট দেয়া হবে না। এর মধ্যে রয়েছে নিরাপত্তা হালনাগাদ, বাগ ঠিক করা, নতুন ফিচার কিংবা কারিগরি সহায়তা দেয়া। খবর টেকরাডার।
মাইক্রোসফটের মতে, সময়সীমা যত ঘনিয়ে আসছে, ঝুঁকিও তত বাড়ছে। কন্ট্রোলআপের করা সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ২০২১ সালে উইন্ডোজ ১১ উন্মোচনের পর বিশ্বব্যাপী এখনো অর্ধেকের বেশি ব্যবসায়িক কম্পিউটার আগের সংস্করণেই চলছে।সংস্থাটি জানিয়েছে, ২০২৩ সালে ৮০ শতাংশের বেশি ব্যবসায়িক কম্পিউটার উইন্ডোজ ১০ ব্যবহার করত। সেখানে কিছু অগ্রগতি হলেও এখনো অর্ধেকের বেশি কম্পিউটার উইন্ডোজ ১১-এ আপডেট করা হয়নি।
কন্ট্রোলআপের কর্মকর্তা মার্সেল ক্যালেফ এ বিষয়ে জানান, অনেক প্রতিষ্ঠান হার্ডওয়্যার সমস্যা ও পরিকল্পনা জটিলতার কারণে পিছিয়ে আছে।
১০ লাখেরও বেশি ডিভাইসের তথ্য বিশ্লেষণ করা সমীক্ষাটিতে দেখা গেছে, শিক্ষা ও প্রযুক্তি খাতের প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে এগিয়ে আছে। এসব খাতের ৭০ শতাংশের বেশি কম্পিউটার উইন্ডোজ ১১-তে আপডেট করা হয়েছে। অন্যদিকে স্বাস্থ্য ও আর্থিক খাতে অর্ধেকেরও কম ডিভাইস হালনাগাদ করা হয়েছে। এছাড়া স্বাস্থ্য খাতে কিছু ডিভাইস এতটাই পুরনো যে সেগুলো বদলানো ছাড়া আর কোনো উপায় নেই।উইন্ডোজ ১১-এ হালনাগাদে অঞ্চলভেদেরও পার্থক্য দেখা গেছে। ইউরোপে ৭০ শতাংশ ডিভাইস আপডেট করা হলেও যুক্তরাষ্ট্রে এ হার মাত্র ৪৩ শতাংশ। এছাড়া আমেরিকায় যেসব কম্পিউটার এখনো হালনাগাদ হয়নি, তার বেশির ভাগই উইন্ডোজ ১১ চালানোর উপযোগী।
মাইক্রোসফট জানিয়েছে, যারা সময়মতো আপডেট করতে পারবে না, তাদের জন্য অতিরিক্ত নিরাপত্তা হালনাগাদ (ইএসইউ) সুবিধা দেয়া হবে, তবে এটি বিনামূল্যে পাওয়া যাবে না।এছাড়া থার্ড পার্টি প্রতিষ্ঠান জিরোপ্যাচ জানিয়েছে, মাইক্রোসফট ১০-এর সাপোর্ট শেষ হওয়ার পর তারা অন্তত আরো পাঁচ বছর সিকিউরিটি আপডেট সরবরাহ করবে।
এদিকে গুঞ্জন উঠেছে পরবর্তী প্রজন্মের উইন্ডোজ সংস্করণ নিয়ে কাজ করছে মাইক্রোসফট। অভ্যন্তরীণ সূত্রের তথ্যানুযায়ী, এটিকে উইন্ডোজ ১২ বা উইন্ডোজ ১১ ২০২৪ আপডেট নাম দেয়া হতে পারে।