মো. রবিন ইসলাম
নিভৃত নীলাচলে মেঘপুঞ্জের গাঢ় গর্জনে উদ্বেল আকাশ,
অতল গহন বরিষায় ধ্বনিত হয় ঋতুচক্রের প্রাচীন বাণী।
কদম-কুসুমে ঝরে পড়ে ধরণীর অজর আকুলতা,
সিক্ত শস্যপল্লব গায় নীরবতা-নিসর্গের মৌল গীতির ধ্বনি।
শস্যপূজার উল্লাসে উতরোল নদী বহে মৌন মাতম,
জলরেখার লিপিতে লেখে অরণ্য-প্রাণের অন্তঃস্বর।
আষাঢ়—নিষ্ঠুর প্রেমিকের ন্যায় একবারে সর্বস্ব ভাসায়,
অতঃপর রেখে যায় নীল জলবেদনা ও তীব্র সবুজতর স্বপ্ন।