১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

খুবি ও সাউথইস্ট ব্যাংকের মধ্যে এমওইউ স্বাক্ষরিত

খুবি সংবাদদাতা
খুলনা বিশ্ববিদ্যালয় ও সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর মধ্যে আজ ০২ জুলাই (বুধবার) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক-কর্মকর্তাদের আর্থিক ও জীবনধারাভিত্তিক সেবা সহজতর করতে যৌথভাবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান ও সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড অব কার্ডস মোঃ আব্দুস সবুর খান এই এমওইউতে স্বাক্ষর করেন। বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এমওইউ স্বাক্ষর উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান। তিনি বলেন, এই সমঝোতা স্মারক দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতার একটি মাইলফলক। এর মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মীদের জন্য প্রযুক্তিনির্ভর আর্থিক অন্তর্ভুক্তি এবং আধুনিক ব্যাংকিং সেবা পাওয়ার একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করি। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, পরিবহন পুলের পরিচালক প্রফেসর ড. মোঃ এনামুল কবীর, দি অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ এবং সাউথইস্ট ব্যাংকের পক্ষে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং খুলনা শাখার হেড মুহাম্মদ মুনিরুল ইসলাম, হেড অফিসের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ শামসুর রহমান ভূঁইয়াসহ উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সমঝোতা স্মারক অনুযায়ী, সাউথইস্ট ব্যাংক খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কো-ব্র্যান্ডেড প্রিপেইড কার্ড এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করবে। শিক্ষার্থীদের প্রিপেইড কার্ডে সহজ ব্যবহার ও অনলাইন লেনদেনের সুবিধা থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে পারবে। অপরদিকে, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আজীবন ফ্রি ক্রেডিট কার্ড পাবেন, যার সাথে উপযুক্ত ক্রেডিট লিমিট নির্ধারিত থাকবে। এছাড়া সাউথইস্ট ব্যাংক শিক্ষক-কর্মকর্তাদের জন্য অনবোর্ডিং প্রশিক্ষণ, বিলিং ও প্রসেসিংসহ গ্রাহকসেবামূলক বিভিন্ন সহযোগিতা দেবে। কার্ডে বিশ্ববিদ্যালয়ের লোগো বা নির্দিষ্ট ছবি যুক্ত করে ব্র্যান্ডিং করা হবে। পাশাপাশি বিলম্বকারী একাউন্ট ব্যবস্থাপনায়ও ব্যাংক প্রশাসনিক সহায়তা প্রদান করবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়