১৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ৪ঠা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

পাইকগাছায় গেটের খাস খাল আটকিয়ে জলাবদ্ধতা সৃষ্টির পাঁয়তারা অভিযোগ

মাজাহারুল ইসলাম মিথুন, পাইকগাছা
খুলনার পাইকগাছায় একমাত্র গেটের খাস খাল আটকিয়ে মাছ চাষ করায় পানি ওঠা-নামার পথ বন্ধ হয়ে গেছে। ফলে ১২ টি মৌজার হাজার হাজার বিঘা জমির পানি নিষ্কাশন অনিশ্চিত হয়ে পড়ায় আদালতে মামলা ও জেলা প্রশাসকের দপ্তরে গণস্বাক্ষরিত অভিযোগ হয়েছে। মামলা ও অভিযোগে জানা যায়, উপজেলার কামারাবাদ ও ভৈরব ঘাটা মৌজায় অবস্থিত সরকারি গেটের ৩৬.৭৬ একর খাস খাল। যেখানে বাধ দিয়ে রামচন্দ্র নগরের মৃত অতুল কৃষ্ণ মন্ডলের ছেলে নির্ম্মল চন্দ্র মন্ডল ও মনোহর মন্ডল মাছ চাষ করছে। হাউলী, প্রতাবকাটি, কাজীমুছা, নাবা, বাদামতলা, হাবিবনর, মালথ, বিরাশী, বারইডাংগা, শ্যামনগর, ভৈরবঘাটা ও কামারাবাদ মৌজার হাজার হাজার বিঘা জমির পানি দীর্ঘদিন ধরে এ খাল দিয়ে নিস্কাশন হয়ে আসছিল। কিন্তু খালে বাঁধ দেয়ায় পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় সরকারের পক্ষে খুলনা জজ আদালতে দেঃ ২৭৪/২০২১ মামলা করা হয়। এর পর থেকে সম্পুর্নভাবে পানি নিস্কাশন বন্ধ করে দেয়া হয়েছে। ফলে ১২ টি মৌজার হাজার হাজার বিঘা জমি জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণে এসব জমি পানিতে তলিয়ে ফসলের ব্যাপক ক্ষতির আশংকায় অতি সম্প্রতি কপিলমুনি ইউনিয়ন পরিষদের সকল জন প্রতিনিধিসহ ৬৭০ জন ব্যক্তির গণস্বাক্ষরিত অভিযোগ দেয়া হয়েছে জেলা প্রশাসকের দপ্তরে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে জাল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) ইফতেখারুল ইসলাম শামীম জানান, বিষয়টি আমার জানা নেই তবে এমন কিছু হয়ে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়