৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ গ্রহ মাতা চন্দ্র, সর্বগ্রাসী গ্রহ রাহু ও প্রেমের দেবতা শুক্রাচার্যের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মিথুন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। প্রেম বন্ধুত্ব অধিক সতর্ক থাকতে হবে। হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরে পাবেন। সপরিবারে কাছেপিঠে ভ্রমণ হবে। কর্ম ও ব্যবসাবাণিজ্যে লাগাতার উন্নতি করবেন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। শ্রমিক-কর্মচারীদের মন জুগিয়ে চলুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। অর্থ কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। নেশা মদ্য জুয়া থেকে বিরত থাকুন।
মিথুন [২১ মে-২০ জুন]
মামলা মোকদ্দমায় জয়ী হবেন। স্বদেশ বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। শত্রুও বিরোধী পক্ষরা পিছু হটতে বাধ্য হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। দ্বিচক্রযান বর্জনীয়। লৌকিকতা পরিহার করুন। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন।মন সুর ও সংগীতের প্রতি ঝুঁকবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। ভাইবোনদের সঙ্গে মতানৈক্য তৈরি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। প্রেমী যুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
অন্ন বস্ত্র ও বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। গৃহবাড়িতে অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দীর্ঘদিনের ধার কর্জ ঋণ মুক্ত করবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। কোনো দলিলপত্র আসতে পারে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালংকার আসতে পারে। দ্রুতগতির বাহন বর্জন করুন। দুরারোগ্যে ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্জনরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতি সাধন করবে। বয়স্কলোকের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হবে। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। আয় কম ব্যয় বেশি হওয়ায় সঞ্চয়ে হাত পড়বে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ব্যবসা-বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ভাঙাপ্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। ধার কর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে সখ্য গড়ে উঠবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে যাবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। নতুন মুখের আগমন ঘটতে পারে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। উপহার উপঢৌকনাদি পেতে পারেন। প্রেম রোমান্স ভ্রমণ বন্ধুত্ব শুভ।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের ২ নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে। চোর চিটিংবাজদের দৌরাত্ম্য বাড়বে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। প্রেমী যুগলকে অবশ্যই সাবধানে চলতে হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়