১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ 

আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে আলমডাঙ্গা-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের নওদাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন এবং গভীর রাতে থানার সামনে পাখিভ্যান থেকে পড়ে আরেকজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, বেলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান চঞ্চলের ছেলে রিয়াদ (১৩), চেয়ারম্যানের মুরগি খামারের কর্মী পলাশ (৩৫) ও কালিদাসপুর গ্রামের হান্নান হোসেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে কুষ্টিয়া থেকে শপিং শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রিয়াদ ও পলাশ। তারা নওদাপাড়া এলাকায় পৌঁছালে একটি পিকআপভ্যান তাদের বহন করা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিয়াদ। গুরুতর আহত হন পলাশ। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে থানায় নেয়। আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, একই রাতে আলমডাঙ্গা থানা ভবনের সামনে ব্যাটারিচালিত পাখিভ্যান থেকে পড়ে হান্নান হোসেন মারা যান। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হান্নান নেশাজাতীয় দ্রব্য সেবনের পর মাইক্রো স্ট্যান্ড থেকে পাখিভ্যানে করে উপজেলা পরিষদের দিকে যাচ্ছিলেন। থানার সামনে গতিরোধকের ওপর দিয়ে ভ্যানটি উঠলে তিনি ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ওসি মাসুদুর রহমান বলেন, হান্নান মাদকাসক্ত ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি নেশাগ্রস্ত অবস্থায় পড়ে গিয়ে মারা যান। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়