৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

টর্নেডোর সামনেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব প্রেমিকের

প্রতিদিনের ডেস্ক
ঘন কালো মেঘের ঘনঘটা, ধেয়ে আসছে বিশাল আকারের একটি টর্নেডো, আর তার সামনেই হাঁটু গেড়ে বসে আংটি হাতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন এক তরুণ। দুহাতে মুখ চেপে ধরে অবিশ্বাসের চোখে সেদিকে তাকিয়ে আছেন প্রেমিকা। সম্প্রতি এমনই একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনলাইনে ছবিটি গত ২৮ জুন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ডাকোটায় তোলা। হাঁটু গেড়ে বসে থাকা তরুণের নাম ব্রাইস শেলটন। খবর পিপল ম্যাগাজিনের। দুর্দান্ত এই ছবি কিন্তু হঠাৎ ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। বরং কয়েক মাস ধরে প্রেমিকা পেইজ বার্ডোমাসকে বিয়ের প্রস্তাব দিতে উপযুক্ত পরিবেশ খুঁজছিলেন শেলটন। শেলটন ও বার্ডোমাসের পরিচয় বছরখানেক আগে, দুজনই ‘স্টর্ম চেজিং’ করেন। অর্থাৎ, ঝড়ের পেছনে ছোটেন। প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিতে এর চেয়ে ভালো পরিবেশ সম্ভবত শেলটনের কাছে আর কিছু হতে পারত না। ব্র্যান্ডন কোপিক নামে আরেকজন ‘স্টর্ম চেজার’ ও আলোকচিত্রী ছবিটি তুলেছেন। ছবিটি এরই মধ্যে এক্সে এক কোটি ৭০ লাখের বেশিবার দেখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা আর বিস্ময় প্রকাশ করেছেন নেটিজানেরা। একজন লিখেছেন, ‘সম্ভবত এটাই ইতিহাসের সবচেয়ে মহাকাব্যিক প্রস্তাব’। আরেকজন লিখেছেন, ‘আমি স্টর্ম চেজার নই, এদের কাউকেই চিনি না, তবু এটা জীবনের সেরা ছবি। এই ছবিতে শক্তি আর আবেগ দুটোই স্পষ্ট।’ শেলটন বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে তিনি এই মুহূর্তের পরিকল্পনা করছিলেন। তাদের সাহস, সময় নির্বাচন আর নাটকীয়তা, সবকিছু মিলিয়ে এই ছবিটিকে অনেকেই বলছেন ‘ভয়ংকর সুন্দর’। নিজের জীবনের গুরুত্বপূর্ণ ওই মুহূর্তের ছবি পরে নিজের এক্স অ্যাকাউন্টে পোস্ট করেন পেইজ বার্ডোমাস। টর্নেডোর তিনটি এবং অনামিকায় শেলটেনের আংটির একটি ছবি দিয়ে এই তরুণী লেখেন, ‘দিনটাকে আর কীভাবে ছাড়িয়ে যাওয়া সম্ভব! দক্ষিণ ডাকোটায় ভালোবাসার মানুষটির সঙ্গে এক অসাধারণ অভিজ্ঞতা হলো; আর এখন তিনি আমার বাগদত্তা! জীবনের সবচেয়ে মহাকাব্যিক উপায়ে প্রস্তাব দিল সে। তোমার সঙ্গে পুরো জীবন কাটানোর অপেক্ষায় আছি, @BryceShelton01’। শেলটনের এই কাজ দেখে বাকিদের উৎসাহিত হওয়ার প্রবণতা নিয়ে স্থানীয় কর্মকর্তারা সতর্কবার্তা দিয়েছেন। তারা ঝুঁকিপূর্ণ আবহাওয়ার এলাকায় পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া না যাওয়ার অনুরোধ জানিয়েছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়