৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

ঢাকা আন্দোলনের সম্মুখসারির সাহসী কণ্ঠ মরিয়ম আর নেই

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় চলমান ছাত্র-জনতার আন্দোলনের সম্মুখসারিতে থাকা সাহসী কণ্ঠ, বেনাপোল ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোছাঃ মরিয়ম খাতুন (২৩) আর নেই। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত এক সপ্তাহ ধরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (ব্রেন স্ট্রোক) জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন মরিয়ম। অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে তিনি জীবন-মৃত্যুর কঠিন সংগ্রামে ছিলেন। শেষ পর্যন্ত শুক্রবার গভীর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরিয়ম খাতুন শুধু একজন ছাত্রনেত্রী ছিলেন না, বরং ছিলেন একজন সাহসী সংগ্রামী নারী। ঢাকায় চলমান আন্দোলনের সম্মুখ সারিতে তিনি ছিলেন সাহসী কণ্ঠস্বর। কোনো দিন পিছিয়ে যাননি, কখনও নীরব হননি। অথচ আজ তিনি নিঃশব্দেই সকলকে বিদায় জানিয়ে চলে গেলেন। ছাত্র রাজনীতিতে তাঁর বলিষ্ঠ ভূমিকা এবং নেতৃত্ব অনেকের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বেনাপোলসহ গোটা ছাত্রদল পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মরিয়ম খাতুনের মৃত্যু শুধুমাত্র একটি প্রাণের অবসান নয়, বরং একটি সাহসী অধ্যায়ের ইতি। রাজনৈতিক অঙ্গন হারাল এক নির্ভীক নেত্রীকে, যে লড়াই করতে জানতো, ভয়কে পরোয়া করতো না।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়