৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ  । ১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ 

পিআর পদ্ধতিতে নির্বাচন করতে একটি মহল চরম ষড়যন্ত্রে মেতে উঠেছে : মহাসচিব গোলাম মহিউদ্দিন

জি এম ফারুক আলম, মণিরামপুর
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেছেন, পিআর পদ্ধতিতে স্থানীয় ভোটারদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ নেই। দেশকে যারা অস্থিতিশীল রেখে ফায়দা লুটতে চাই তারাই পিআর পদ্ধতির নির্বাচন করতে মরিয়া হয়ে উঠেছে। শনিবার সন্ধ্যায় মণিরামপুর মসিউর রহমান অডিটোরিয়মে অনুষ্ঠিত উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কোন রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে বলেন, একটি দলকে ভোট দিলে নাকি জান্নাতের টিকেট অবধারিত। সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সভাপতিত্বে প্রধান অতিথি আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হলে দেশ দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত রাষ্ট্র উপহার দেয়া সম্ভব হবে। এছাড়া চাঁদাবাজিসহ দখল দারিত্বে অনেকেই জড়িত থাকলেও শুধু বিএনপিকে দোষারোপ করা হচ্ছে কেন ? এটি একটি ষড়যন্ত্র মাত্র। প্রধান অতিথি আগামী জাতীয় সংসদ নিবার্চনে যশোর-৫ আসনে রশীদ বিন ওয়াক্কাসকে বিএনপি জোটের ধানের শীষের প্রার্থী উল্লেখ করে বলেন, বিগত ২৬ বছর ফ্যাসিস্ট সরকারের জেল-জুলুম অত্যাচার সহ্য করেও দলটি বিএনপি ছেড়ে যায়নি। এ কারনে আগামী নির্বাচনে যশোর-৫, মণিরামপুরের এই আসনটি জমিয়তের জন্য চুড়ান্ত করা হয়েছে। বিগত নির্বাচনে যেভাবে মুফতি মুহম্মদ ওয়াক্কাস (রহঃ) কে ভোট দিয়ে সম্মানিত করেছেন, আগামীতে তার উত্তরসূরী হিসেবে তারই পুত্র মাওলানা রশীদ বিন ওয়াক্কাসকে বিজয়ী করার আহবান জানান। মুফতি কামরুজ্জামান কাসেমীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহসভাপতি মুফতি রেজাউল করিম, যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জাকির হোসাইন খান, যুব জমিয়ত নেতা মাওলানা হাসান আল মামুনসহ কেন্দ্রীয়, বিভাগীয়. জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত জমিয়তের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়