নিজস্ব প্রতিবেদক
যশোরের চাঁচড়া এলাকায় ছিনতাই করতে গিয়ে তিন যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। শুক্রবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীদের কাছ থেকে একটি হাসুয়া, ছিনতাইকৃত মোবাইল ফোন এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হলেন, যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়ার শাহজাহান কবিরের ছেলে লিয়ন, চোরমারা দিঘীরপাড় এলাকার সরোয়ার হোসেনের ছেলে সাব্বির হোসেন এবং একই এলাকার বাসিন্দা জিন্নাতের ছেলে মোহন। পুলিশ জানিয়েছে, ভাতুরিয়া গ্রামের বাসিন্দা কবির হোসেন একটি বেকারির ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন এবং বাইসাইকেলযোগে মালামাল সরবরাহ করে থাকেন। ঘটনার রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দাড়িপাড়া এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা একটি অটোরিকশায় এসে তার গতিরোধ করে। পরে তারা দেশীয় অস্ত্র দেখিয়ে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তিন ছিনতাইকারীর মধ্যে এই তিনজনকে ধরে ফেলে। উত্তেজিত জনতা তাদের উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই তপন কুমার পাল জানান, ভুক্তভোগী কবির হোসেন নিজে বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবকদের বিরুদ্ধে একাধিক ছিনতাইয়ের অভিযোগ রয়েছে বলে জানা গেছে। এ চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ছিনতাইকারীদের কাছ থেকে একটি ধারালো হাসুয়া, একটি মোবাইল ফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।